স্টাফ রিপোর্টার
এসএসসি পরীক্ষার ফলাফলে এবছরও নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সেরা হয়েছে।
জানাগেছে,এ বছর নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হতে এবছর জিপিএ ৫ পেয়েছে ১৩৮জন পরীক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০৭ জন, মানবিক বিভাগ থেকে ২৫ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৬জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ বিদ্যালয় হতে মোট পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪৯ জন পরীক্ষার্থী।
এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে নড়াইল সরকারী বালক উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় হতে জিপিএ ৫ পেয়েছে ১১৭ জন এবং তৃতীয় স্থানে থাকা লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হতে জিপিএ ৫ পেয়েছে ৮৯ জন পরীক্ষার্থী।
নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদার বলেন, ‘ গত ১০ বছর ধরে বিদ্যালয়টি নড়াইল জেলার মধ্যে সেরা হয়ে আসছে। এবছরও জেলার মধ্যে প্রথমস্থানে রয়েছে। আর সেরা হওয়ার পিছনে বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের সচেতনতা ও আন্তরিকতা এবং নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্যারের তদারকি সহ বিশেষ অবদান রয়েছে। আশা করা যায়, আগামীতেও বিদ্যালয়টির সাফল্যের ধারা অব্যাহত থাকবে।’