স্টাফ রিপোর্টার
নড়াইল সদর উপজেলা ১৬৯ জন কৃষক কৃষাণীদের মাঝে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদর উপজেলা এর আয়োজন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনজ্জামান, জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগিরা এ সময় উপস্থিত ছিলেন।
এ প্রকল্পের আওতায় ১৬৯ জন কৃষক কৃষাণীদের মাঝে প্রত্যেককে ৩ মৌসুমের বিভিন্ন প্রকার সবজি বীজ, ৬টি করে ফলের চারা, ৪০ কেজি করে জৈব সার, ১টি বীজ সংরক্ষণ পাত্র, ১টি জল দেয়ার ঝাঝরি , বাগান ঘেরার জন্য নেট এবং একটি সাইন বোর্ড দেয়া হয়।