রুম টু রিড বাংলাদেশের সাক্ষরতা কর্মসূচির সমঝোতা চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
28
রুম টু রিড বাংলাদেশের সাক্ষরতা কর্মসূচির সমঝোতা চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রুম টু রিড বাংলাদেশের সাক্ষরতা কর্মসূচির সমঝোতা চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক

বুধবার (৭ ডিসেম্বর) মৌলভীবাজার জেলায় “শিক্ষিত শিশু বিশ্ব পরিবর্তনের সূচনা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রুম টু রিড বাংলাদেশ এর সাথে রাজনগর এবং কমলগঞ্জ উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাক্ষরতা কর্মসূচির সমঝোতা চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলার মাল্টি পারপাস হল রুম জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ার দক্ষতা এবং পড়ার অভ্যাস তৈরী করার লক্ষ্যে মৌলভীবাজার জেলায় রুম টু রিড বাংলাদেশ সাক্ষরতা কার্যক্রম বাস্তবায়ন করছে।

এই কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বুধবার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুম টু রিড বাংলাদেশের মধ্যে ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত কাজ করার লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই কর্মসূচির আওতায় নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থীরা আগামী চার বছর সুফল ভোগ করবে।