নড়াইলে ইউপি চেয়ারম্যানের হামলায় সদস্যরা আহত

0
23

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার বিছালী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হেমায়েত হোসেন ফারুক’র নেতৃত্বে একই ইউনিয়ন পরিষদের ৪ সদস্যকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বিছালী ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিছালী ইউনিয়নের রুখালি গ্রামের মনোরখাল এলাকায় ইউপি সদস্যরা একত্রে বসে বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন। বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুক গুন্ডা বাহিনী নিয়ে সেখানে গিয়ে ইউপি সদস্যদের অশ্লিল গালি দিয়ে বেদম মারপিট করে আহত করেন। আহত ৩নং রুখালি ইউপি সদস্য হাফিজুর রহমান, ৫ নং মধুরগাতি ইউপি সদস্য আলী ইমাম, ৯নং রুনদিয়া ইউপি সদস্য সাধন, ২নং মির্জাপুর ইউপি সদস্য মঈন খন্দকারকে ওই রাতেই নড়াইল সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। আহত ইউপি সদস্যরা জানান, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হেমায়েত হোসেন ফারুকের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করায় তিনি ইউপি সদস্যদের উপর ক্ষুব্ধ ছিলেন। সে কারনে এভাবে অতর্কিতে হামলা চালিয়ে তাদের মারপিট করে আহত করেছেন। এ ঘটনায় ইউপি সদস্যরা মামলা দায়ের করবেন বলে জানান। এদিকে বিএনপি নেতা ও বিছালী ইউপি চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকের মোবাইলে কল দিলে তিনি ফোন কেটে দেন।