বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় বলেছেন, আমাদের বড় সম্পদ আমাদের সন্তান। বর্তমান যুগে সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষার কোনো বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে আধুনিক শিক্ষায় রূপান্তরিত করেছে। মাদ্রাসা শিক্ষাকে ছোট করে দেখার সুযোগ নেই।
রোববার সকালে যশোরের বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি রনজিৎ আরো বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে কাজ করছে সরকার। মাদ্রাসার শিক্ষার্থী কম্পিউটার চালাতে পারবে না এটা হতে পারেনা। সব শিক্ষার্থীকে যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার সব ধরনের কাজ করছে।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যক্ষ আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দীন, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতিয়ার রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান সরদার, জাকির হোসেন, আরিফুল ইসলাম তিব্বত, আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারি, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আনোয়ার সাদাত। অনুষ্ঠান শেষে দোয়া মহফিলের আয়োজন করা হয়।