নড়াইলের ব্রাহ্মণ পাটনায় ২০তম মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

0
13
নড়াইলের ব্রাহ্মণ পাটনায় ২০তম মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
নড়াইলের ব্রাহ্মণ পাটনায় ২০তম মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলের কালিয়া উপজেলার ব্রাহ্মণ পাটনায় ২০তম মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হরিমন্দির চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি ও কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান মতুয়াচার্য্য সুব্রত ঠাকুর। ধর্মীয় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব মতুয়াচার্য্য সাগর ঠাকুর।

আলোচনা সভায় পরিক্ষিত গোসাইয়ের সভাপতিত্বে ও গোপাল চন্দ্র রায়ের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃঞ্চপদ ঘোষ, কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ, তপন কুমার দত্ত, চন্দন কুমার দাস, রিপন কুমার বিশ্বাস, উষা রানী দাশ প্রমুখ।

মতুয়া সম্মেলনকে ঘিরে সকাল থেকেই ওরাকান্দি শ্রী শ্রী হরিচাদ, গুরুচাদ, তারকচাদ ঠাকুরের মতাদর্শের ভক্তরা লাল সাদা পতাকা হাতে নিয়ে জয়ঢাক বাজাতে বাজাতে সম্মেলন স্থলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হরিবল-হরিবল ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। সম্মেলন স্থলে ১৫/১৬ হাজার ভক্তবৃন্দের আগমণ ঘটে। খিচুরি প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠান চলে রাত অবধি পর্যন্ত। অনুষ্ঠান স্থলের চারপাশে নানা পসরা সাজিয়ে বসে মেলা।

অনুষ্ঠানের প্রধান আয়োজক গোপাল চন্দ্র রায় বলেন, ‘প্রতি বছরে এখানে মতুয়া মহাসম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। দেশের দুর-দুরান্ত থেকে হরিচাদ ঠাকুরের ভক্তবৃন্দের আগমন ঘটে। এবার ৫৬টি মতুয়া সংঘের দল অনুষ্ঠানে যোগদান করে।