কালিয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে আমাদা চ্যাম্পিয়ন

0
3
কালিয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে আমাদা চ্যাম্পিয়ন
কালিয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে আমাদা চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার

বিজয় দিবস উপলক্ষে নড়াইলের কালিয়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে আমাদা জাগরণী সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মাউলী অগ্রদূত যুবসংঘের আয়োজনে (১৭ ডিসেম্বর) বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলার মাউলী পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমাদা বনাম মাউলী ফুটবল একাদশের মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় আমাদা ১-০ গোলে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন স্বর্গ। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের নাদিম শেখ।

বিজয়ী দলকে ফ্রিজ পুরস্কৃত করা হয়। এছাড়া রানার্সআপ দলকে টিভি পুরস্কার দেয়া হয়েছে। বিজয় দিবসে ব্যাপক সংখ্যক দর্শক উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলা উপভোগ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নূর মিয়া শেখ, বীরমুক্তিযোদ্ধা মকিত শেখ, মাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর শেখ, মাউলী ইউনিয়নের মেম্বার হিরা শেখ, ফুটবল কমিটির সদস্য কামাল মন্ডল, শামসুর রহমান, মাসুদ শেখ, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার হাবিবুর রহমান গাজী ও রাজা শেখ, আমাদা জাগরণী সংঘ ফুটবল একাদশের ম্যানেজার মহসিন উদ্দীন শেখ, সোহরাব গাজী, মুক্তার শেখ, অহিদার খান, আমজাদ হোসেন মল্লিক, বাদশা শেখ, সুলতান আহম্মেদ রিন্টু, আজাদ মোল্যা, কামাল মোল্যা, আব্দুল করিম শেখ, ওমর কাজী, গোলজার মৃধা, মাহাব মৃধা, তোফায়েল খান, মশিয়ার রহমান, শাহিন তালুকদার, ইমাম মন্ডল, শওকত সরদার, জব্দুল শেখ, সোহাগ মৃধা, রুফোল শেখ, রিয়াজুল শেখসহ অনেকে। আমাদা জাগরণী সংঘ ফুটবল একাদশের পৃষ্ঠপোষকতায় ছিলেন আমেরিকাপ্রবাসী কে এম ফজলুল হকসহ বিভিন্ন পেশার মানুষ।