স্টাফ রিপোর্টার
দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প-(২য় পর্যায়) কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে। দুপুরে বামন খালী বর্ণালী উপ-প্রকল্প’র আয়োজনে ও নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় নড়াইল সদর উপজেলার হবখালী আদর্শ মহাবিদ্যালয় মাঠে এ মাঠ দিবস পালিত হয়।
সূর্য তরুণ পানি ব্যবস্থাপনা দলের সভাপতি শেখ মোয়াজ্জেম আলীর সভাপত্বিতে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায়।
বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার মো রোকনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা বিএম জাহিদ শাকিল ।
এসময় নড়াইল পানি উন্নয়ন বোর্ডের ডাব্লু,এম,ও মনিটর মঞ্জু সরকার,সিনিয়র ফ্যামিলিটেটর মো. মোশাবুর রহমান ,ফিল্ড কো- অর্ডিনেটর মো : স্বজন আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মাঠ দিবসে ব্রি ধান-৯০ নিয়ে আলোচনা হয় । এ সময় ১৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।