নড়াইলে চালু হলো কিডনি ডায়ালাইসিস সেন্টার, প্রথম দিন দু’জন রোগি ফ্রি ডায়ালাইসিস নিলেন

0
5
নড়াইলে চালু হলো কিডনি ডায়ালাইসিস সেন্টার, প্রথম দিন দু’জন রোগি ফ্রি ডায়ালাইসিস নিলেন
নড়াইলে চালু হলো কিডনি ডায়ালাইসিস সেন্টার, প্রথম দিন দু’জন রোগি ফ্রি ডায়ালাইসিস নিলেন

স্টাফ রিপোর্টার

নড়াইলে এই প্রথম কিডনি রোগিদের জন্য চালু হলো নড়াইল এক্সপ্রেস ডায়ালাইসিস সেন্টার। বৃহস্পতিবার (২২ডিসেম্বর) দুপুরে নড়াইল শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতাল চত্বরে এর উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জে এমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান আ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইলের সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, বারডেম ডায়ালাইসিস ইউনিটের সমন্বয়ক ডা. আহম্মেদ শরীফ সুমন, শরীফ আব্দুল হাকিম ও নড়াইল এক্সপ্রেস হাসপাতালের সাধারণ সম্পাদক শরীফ আশরাফুজ্জামান ঝিন্টু এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মাশরাফী বিন মোর্ত্তজার ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রথম নড়াইলে নামমাত্র মূল্যে ডায়ালাইসস সেন্টার চালু হলো। দেশের অন্যতম বেসরকারি জে এমআই হাসপাতাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিঃ এর আর্থিক সহায়তায় প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মান করা হয়েছে। প্রথম দিন দু’জন কিডনি রোগিকে ফ্রি ডায়ালাইসিস দেওয়া হয়েছে। প্রতি ডায়ালাসিসে ১৯শ টাকা নির্ধারণ করা হয়েছে।