গ্রামীণ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেকল্পে নড়াইলে মিড ডে মিল চালু

0
6
গ্রামীণ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেকল্পে নড়াইলে মিড ডে মিল চালু
গ্রামীণ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেকল্পে নড়াইলে মিড ডে মিল চালু

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের প্রামীণ শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে মিড ডে মিল চালুর শুভ সূচনা করা হয়েছে।

বুধবার (৪জানুয়ারী) দুপুরে সদর উপজেলার মুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

সদর উপজেলা নির্বাহী অফিসার বীর মুক্তিযোদ্ধার সন্তান সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, মুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, মুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

জানাগেছে, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের উদ্যোগ ও পরিকল্পনায়, উপজেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় গণ্যমান্য এবং বিত্তশালী ব্যক্তিদের অনুদানে মিড-ডে মিল চালুকরণের মাধ্যমে প্রামের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থী ঝরে পড়া রোধ হবে। উদ্বোধনী দিনে মুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৪৫ জন শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বিতরণ করা হয়। এসময় এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।