বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে কমবেশি অর্ধশত যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাঘারপাড়া-চাড়াভিটা সড়কের বোলদেঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অধিকাংশ যাত্রীর হাত-পা, মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নারিকেলবাড়িয়া থেকে ছেড়ে আসা যশোর জ-১১-০০৮০ নম্বরের দ্রুতগতির যাত্রীবাহী বাসটি বোলদেঘাটা মোড় পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় ছিটকে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজে অংশ নেয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসে বেশিরভাগ যাত্রী ছিল শিক্ষার্থী।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলার ক্ষেত্রপালা গ্রামের লিয়াকত আলীর স্ত্রী মোসাম্মদ রহিমা খাতুন (৫৫), শেখেরবাতান গ্রামের সাগর হোসেনের স্ত্রী রূপালী খাতুন, নারিকেলবাড়িয়া গ্রামের আব্দুল আলিমের স্ত্রী রোজিনা খাতুন (৩৫), ইন্দ্রা গ্রামের গোলাম মোহাম্মদ বিশ্বাসের জিয়াউর রহমান (৪৫), জয়পুরহাট গ্রামের মৃত মহাজন মোল্যার ছেলে আশরাফ আলী (৫০), বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার হরিনাথ গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), একই জেলার রায়গঞ্জ উপজেলার চরপরমগাছা গ্রামের মৃত গোলবার শেখের ছেলে শাহ আলমসহ (৫৫) প্রায় অর্ধশত যাত্রী।
এছাড়া আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে কয়েকজনকে পরিবারের লোকজন নিজ উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে গেছেন।
বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বলেন,’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁকা রাস্তায় মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। ঘটনার পর বাসের ড্রাইভার ও সুপারভাইজার পালিয়ে যাই।
বাঘারপাড়া ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আইয়ুব হোসেন বলেন,’খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করি। কেউ নিহত হয়নি। তবে বাসটির যাত্রী সবাই কমবেশি আহত হয়েছে’।
বাঘারপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুবির কুমার বিশ্বাস জানান, দুইজনকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এরমধ্যে একজনের হাত ভেঙ্গে গেছে। অপরজন মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত। হাসপাতালে চারজন ভর্তি রয়েছে। এছাড়া ২৫ থেকে ২৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।