স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগ দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে মেয়েদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্য উৎসাহ প্রদান করেন। মাশরাফী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সভাপতি রোজিয়া সুলতানা চামেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগার আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান,লিয়াকত বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের প্রথমার্ধে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়। নবীনদের উদ্দেশ্যে দশম শ্রেনীর শিক্ষার্থী চৈতী দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়এবং ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সানজানা হক ও জান্নাতি খানম। পরে অতিথিবৃন্দের আলোচনা ও মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়। বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।