নড়াইলে ২দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় অনুষ্ঠিত

0
14
নড়াইলে ২দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় অনুষ্ঠিত
ফাইলঃ ঘোড়াদৌড়

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই-রুখালী এলাকায় সোমবার (১৬ জানুয়ারী) ও মঙ্গলবার দু’দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে চাকই-রুখালী মাঠে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয়ীদেও মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জজ আদালতের জিপি আ্যাডভোকেট অচিন চক্রবর্তী। এ সময় বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় কিশোরগঞ্জ, খুলনা, যশোর, মাগুরা ও নড়াইলের ২০টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মফিজুল মেম্বরের ঘোড়া প্রথম, নিশাত ফকিরের ঘোড়া দ্বিতীয় ও মরিয়ম বেগমের ঘোড়া তৃতীয় হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয় ২০ হাজার টাকা। মেলাকে কেন্দ্র করে আশেপাশের ১০ গ্রামের মানুষের মিলনমেলা সৃষ্টি হয়।

এদিকে ঘোড়ার মালিক মফিজুল মেম্বর বলেন, একেকটি ঘোড়া লালন-পালনসহ পরিচর্যা খরচ অনেক হলেও মানুষকে বিনোদন দিতে গ্রামবাংলার এই ঐহিত্য ধরে রেখেছেন তারা। আয়োজকরা বলেন, এলাকার মানুষের মাঝে সম্প্রীতি ও মেলবন্ধন বজায় রাখতে ঘোড়াদৌড়সহ দু’দিনব্যাপী পৌষমেলার আয়োজন করা হয়েছে। ইতিহাস-ঐহিত্যের ধারাবাহিকতায় এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে চায় এলাকাবাসী।