নড়াইল-২ আসনের সাবেক এমপি মুফতি শহিদুল ইসলাম মারা গেছেন

0
26
নড়াইল-২ আসনের সাবেক এমপি মুফতি শহিদুল ইসলাম মারা গেছেন
নড়াইল-২ আসনের সাবেক এমপি মুফতি শহিদুল ইসলাম মারা গেছেন

স্টাফ রিপোর্টার

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য, আল- মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলাম (৬৫) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া- ইন্নালিল্লাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, প্রেসারসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জে শহীদুল ইসলাম তার প্রতিষ্ঠিত মাদ্রাসা আবু হুরায়রায় মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মরহুমের নামাজে জানাজা গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সামনে প্রথম জানা অনুষ্ঠিত হয়েছে। পরে কেরাণীগঞ্জের কলাতিয়ায় তারই প্রতিষ্ঠিত আল-মারকাজুল ইসলামী কমপ্লেক্সের সামনে মরহুমের ২য় জানাজা শেষে দাফন করা হয়েছে।

উল্লেখ্য ২০০২ সালের মুফতি শহীদুল ইসলাম উপনির্বাচনে নড়াইল -২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নড়াইল জেলায় অনেকগুলো বড়বড় নান্দনিক মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা, অসংখ্য গভীর ও অগভীর নলকুপ বিতরণসহ নানা সামাজিক কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ছিলেন।