স্টাফ রিপোর্টার
নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে “চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারী) দুপুরে শিল্পী সুলতান মঞ্চের পাশের বাঁধাঘাট চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য দেন জোটের সহ-সভাপতি আসলাম খান লুলু, আ.ন.ম নজমুল হক, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, ড্রামা সার্কেলের পরিচালক মুন্সি আসাদুর রহমান, চারুনীড় নড়াইলের সভাপতি নাজমুল হাসান লিজা, বেগম ফজিলাতুন্নেছা মুজিব সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিতল প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক জাগরণের বিকল্প নেই। এজন্য সংস্কৃতিক চর্চা বাড়াতে হবে এবং সেজন্য সরকারের দৃষ্টি দিতে হবে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাজেট বাড়াতে হবে। এ সময় নড়াইলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দু’শতাধিক কর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।