গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
7
গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
গৌরীপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

হাজার হাজার দর্শকের স্বতস্ফূর্ত উপস্থিতিতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে হাসনপুর ঐতিহাসিক দাখিল মাদ্রাসা মাঠে বাংলার মুখ বঙ্গবন্ধু আদর্শ স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনাল খেলা উপভোগ করতে বিশাল মাঠটির কানায় কানায় ছিল দর্শকে পরিপূর্ণ। খেলায় টানটান উত্তেজনা ও দর্শকদের বাঁধ ভাঙ্গা উচ্ছাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। খেলায় সিধলা বিদ্যুৎ স্পোটিং ক্লাবকে ট্রাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কারুরাকান্দা বিকে স্পোটিং ক্লাব।

বাংলার মুখ বঙ্গবন্ধু আদর্শ স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ দেলোয়র হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা মেহেদি হাসান সবুজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গোবিন্দ বণিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দীপু, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন কাদের রুবেল, মহিলা আওয়ামী লীগ নেতা শিউলী চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমুল ইসলাম শুভ প্রমুখ। ৬ষ্ঠবার এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে স্থানীয় ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিতিবৃন্দ।