সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

0
4
সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় দোষীদের বিচার দাবিতে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা চৌরাস্তা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইতনা ইউনিয়নবাসীর আয়োজনে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইতনা শামছুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-মুফতি হুসাইন আহম্মেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা নুরুল আলম, মুফতি মাসুদুর রহমান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা বাবর আলীসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন শরিফে আগুন দিয়ে সারাবিশ্বের মুসলমানদের অন্তরে আগুন দিয়েছে। এ ঘটনায় আমরা ব্যথিত, আমরা মর্মাহত। ঘটনার সঙ্গে জড়িতদের চিহিৃত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি আশা করছি।

গত ২১ জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে দেয় রাসমুস পালুদান নামের একব্যক্তি। এরপর গত ২৭ জানুয়ারি (শুক্রবার) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পাশে তুরস্কের দূতাবাসের সামনে আবারও পবিত্র কোরআন শরিফে আগুন দেয়ার ঘটনা ঘটে।