স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়ার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবকলীগ নেতা লিপন মেম্বরকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী মল্লিকপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তফা শিকদার ও তার ভাই রিজাউল শিকদারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে মামলার তদন্তকারী কর্মকর্তা।
লোহাগড়া থানার এসআই ও মামলা তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান , লিপনকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রকৃত তথ্য জানান জন্য গত বৃহস্পতিবার আদালতে মামলার অন্যতম ৮ জন আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়। আদালত প্রধান আসামী মল্লিকপুর ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তফা শিকদার ও তার ভাই রিজাউল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মন্জুর করেন। এর আগে আসামীরা গত ২৫ জানুয়ারী নড়াইলের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জাবিনের আবেদন করলে আদালত তাদের জাবিন না মন্জুর করে জেল হাজতে প্রেরন করেন। উল্লেখ্য গত বছর ১১ ডিসেম্বর রাতে উপজেলার মঙ্গলহাটা গ্রামের নূর মিয়া শেখের ছেলে সাবেক ইউপি মেম্বর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আকবর হোসেন লিপন শেখকে আসামীরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে তার ডান হাত কেটে শরীর থেকে বিছিন্ন করে ফেলে। এছাড়া তার শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি কুপিয়ে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় লিপনের ভাই শিপন শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।