সরকারের উন্নয়ন সাফল্য অর্জন, বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ বিষয়ে নড়াইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

0
4
সরকারের উন্নয়ন সাফল্য অর্জন, বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ বিষয়ে নড়াইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
সরকারের উন্নয়ন সাফল্য অর্জন, বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ বিষয়ে নড়াইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা, ডিজিটাল অপপ্রচার, গুজব, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে নড়াইলে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা তথ্য অফিস, নড়াইল এর আয়োজনে নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ডের বাগবাড়ী মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মো ফারুক আহমেদ।

পৌর মেয়র আঞ্জুমান আরা এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা গণগ্রন্থাগারের সহকারি পরিচালক তাজমুল ইসলাম হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সহকারি পরিচালক দেবাশীষ বাইন, নেড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মিসহ দুশতাধিক মহিলাসও পুরূষ উপস্থিত ছিলেন৷

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতার স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ার, তারই সুযোগ্য কন্যা জাতির পিতা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করার জন্য তিনি কাজ করছেন, সেটা আপনারা দেখতে পারছেন, যে উন্নয়ন ঘটছে।

এছাড়া সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা, ডিজিটাল অপপ্রচার,গুজব, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সজাগ থেকে কাজ করার আহবান জানানো সহ এ বিষয়ে নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন তিনি।