স্টাফ রিপোর্টার
নড়াইলে প্রথম ধাপে ৮৭জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা “বীর নিবাস”-এর চাবি পেলেন। বুধবার (১৫ ফেব্রুয়ারী) গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে নড়াইলসহ দেশের ৫টি জেলার বীর নিবাস এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে জেলার মুক্তিযোদ্ধাদের হাতে “বীর নিবাস” এর চাবি হস্তান্তর করা হয়। এ সময় নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশীদ, খুলনা রেঞ্জের পুলিশ কমিশরার মঈনুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গোলাম কবীর, ডেপুটি কমান্ডার অ্যাডঃ এস.এ মতিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার অস্বচ্ছল মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেন। এ সময় আবেগ আপ্লুত আব্দুস সাত্তার বীর নিবাস পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার সুস্থতা কামনা এবং তার জন্য দোয়া করেন।
নড়াইল জেলায় ৩১৬অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে বাসস্থান (বীর নিবাস) বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে ১ম ধাপের ৮৭টি বীর নিবাস এর মধ্যে চাবি হস্তান্ত করা হয়েছে। প্রতিটি বীর নিবাস নির্মানে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল ১৩ লাখ, ৪৩ হাজর ৬১৮ টাকা । প্রতিটি বীর নিবাসে রয়েছে ২টি বেডরুম, ১টি ড্রইং, ১টি ডাইনিং, ২টি বাথরুম-টয়লেট ও ১টি বারান্দা। এছাড়া ঘরের বিদ্যুতায়নসহ সুপেয় পানির জন্য স্থাপন করা হয়েছে মটরসহ গভীর নলকুপ।