নড়াইল এক্সপ্রেস আয়োজিত টি টুয়েন্টি সুপার লীগের ফাইনাল অনুষ্ঠিত

0
21
নড়াইলে টি টুয়েন্টি সুপার লীগের ফাইনাল অনুষ্ঠিত
নড়াইলে টি টুয়েন্টি সুপার লীগের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার সহযোগিতায় “নড়াইল সুপার লীগ-টি-২০-২০২৩” ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে ২য় বারের মতো নড়াইলের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে রোববার (৫ মার্চ) ফাইনাল খেলতে নামে নড়াইলের কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত লোক কবি বিজয় সরকার একাদশ বনাম বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান একাদশ। বিজয় সরকার একাদশে জাতীয় ও ঢাকার দলের নাসির হোসেন, ইরফান, মুনীম শাহরিয়ার, শামসুর রহমান শুভ, এনামুল হক জুনিয়র অংশ নেন।

এস এম সুলতান একাদশে অংশ নেয় রিপন, সৈকত, শুভ, হাবিবুর, পল্লব। বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বিজয় সরকার একাদশের অধিনায়ক শামসুর রহমান ফিল্ডিং নেয়। ১ম ইনিংস শেষে এস এম সুলতান একাদশ ১২৭ রানে অলআউট হয়ে যায়। এস এম সুলতান একাদশ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ০৭ উইকেটে ১২৭ রান করে জবাবে বিজয় সরকার একাদশ ১৪ ওভার ০১ বলে ০০ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়।

নড়াইলে জাতীয় ক্রিকেট দলের একাধিক খেলোয়ারের অংশগ্রহনে ফাইনাল খেলা দেখতে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, নড়াইলের পুলিশ সুপার মোছাঃ সাদিরা খাতুন প্রমুখ। এ লীগে জেলার ৫টি ক্রিকেট টিম অংশগ্রহণ করে। মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, নড়াইলে ক্রিকেট অনেক পিছিয়ে পড়েছে। এখানে নিয়মিতভাবে ক্রিকেট লীগ হয়না। সেজন্য নড়াইলের ক্রিকেটকে শক্তিশালী করতে এ আয়োজন বলে জানান।