নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত

0
11
নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত
নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত

স্টাফ রিপোর্টার

“মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে (১৪ মার্চ) মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রদর্শনীসহ সাংস্কৃতিক ও সমাপনী অনুষ্ঠান হয়।

দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দিবসটি ঘিরে নানা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নড়াইলের তিনটি উপজেলা ৩টি স্টল প্রদর্শন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ সাহা, কালিয়া উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, লোহাগড়া উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৩ উপজেলার সকল প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিনব্যাপি শিক্ষকদের গান, নিত্য, কবিতা আবৃত্তি, ছোট নাটক সহ বিনোদনের ব্যবস্থা করা যায়।