স্টাফ রিপোর্টার
নড়াইলে কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,নড়াইল সদরের আয়োজনে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদ এর হল রুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচির আওতায় বিনামূল্যে এ পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ কার্যক্রমের আওতায় সদর উপজেলার মোট ৬ হাজার জন কৃষককের মাঝে প্রত্যেককে ১ কেজি করে বিজেআরআই তোষা পাট-৮ এর বীজ বিনামূল্যে বিতরণ করা হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইলের সহকারি কমিশনার সঞ্জয় ঘোষ, শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল রহমান জিয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান,সরকারি কর্মকর্তা, জেলা ,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।