নড়াইলের উন্নয়ন সম্ভাবনা নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়

0
10
নড়াইলের উন্নয়ন সম্ভাবনা নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়
নড়াইলের উন্নয়ন সম্ভাবনা নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময়

স্টাফ রিপোর্টার

নড়াইলের জেলা প্রশাসকের সাথে জেলার উন্নয়ন সম্ভাবনা নিয়ে জেলার গণমাধ্যমকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় মতবিনিময়ে অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাবেক সভাপতি অ্যাডঃ মোঃ আলমগীর সিদ্দিকী, বর্তমান সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, মলয় নন্দী, গুলশান আরা, কাজি হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।

সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে পাশকৃত দ্রুত ইঞ্জিনিয়ারিং কলেজ ও শেখ রাসেল আইসিটি পার্কে, ১শ শয্যা বিশিষ্ট হাসপাতাল, হর্টিকালচার সেন্টার নির্মাণ, নতুন নকশায় নড়াইলের সুলতান মঞ্চ নির্মাণসহ পাশকৃত বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শুরু এবং সম্পন্ন করার তাগিদ দেন। এ সময় নড়াইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।