স্টাফ রিপোর্টার
নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস,এম, সুলতানের ৯৮ তম জন্মজয়ন্তী স্মরণে “সুলতান মেলা -২০২২” উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “ফেরা” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নড়াইল এর আয়োজনে এ মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮ তম জন্মজয়ন্তী স্মরণে গত জানুয়ারী মাসের ৭ থেকে ২০ তারিখ পর্যন্ত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চে “সুলতান মেলা -২০২২” অনুষ্ঠিত হয়। এ স্মরণিকায় এস এম সুলতানের জীবন ও কর্মের উপর বিভিন্ন লেখা ও মেলায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠানের ছবি প্রকাশিত হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজর অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও সুলতান মেলা -২০২২ এর স্মরণিকা প্রকাশ উপকমিটির আহবায়ক মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা কালচারাল কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।