লোহাগড়ায় জাসদ নেতা ও সাংবাদিক মোল্যা মনিরুজ্জামান ইন্তেকাল করেছেন

0
8
সার ও বীজ বিতরণ

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা

লোহাগড়া উপজেলা জাসদের সহসভাপতি ও বাজারের মোল্যা মার্কেটের মালিক, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী, লোহাগড়া সরকারী আদর্শ কলেজ ও লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক জিবি সদস্য, রামনারায়ন পাবলিক লাইব্রেরী পরিচালনা পর্ষদের নির্বাচিত প্রাক্তন সদস্য, সিনিয়র সাংবাদিক আলহাজ মোল্যা মনিরুজ্জামান ওরফে মনির মোল্যা (৬৩) গত বুধবার রাত দশটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃতকালে তিনি মা,ভাই-বোন,স্ত্রী তিনটি কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার সকাল দশটায় লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযা শেষে লোহাগড়া বাজার কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে জেলা জাসদ সভাপতি এ্যাডঃ আবদুস ছালাম খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, লোহাগড়া উপজেলা জাসদ সভাপতি শেখ মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আঃ আহাদ, লোহাগড়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ, লোহাগড়া বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং মরহুমের জন্য দোয়া ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।