নড়াইলে প্রথমবারের মত প্রত্নতত্ব অধিদপ্তরের খনন কাজের উদ্বোধন

0
7
নড়াইলে প্রথমবারের মত প্রত্নতত্ব অধিদপ্তরের খনন কাজের উদ্বোধন
নড়াইলে প্রথমবারের মত প্রত্নতত্ব অধিদপ্তরের খনন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় পাতালভেদি রাজার বাড়ির অনুসন্ধানে প্রতম বারের মত একটি মাটির ডিবি খোড়ার কাজ উদ্বোধন করা হয়েছে। বেলা ১১ টায় প্রত্নতত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমীন এই খনন কাজের কাজের উদ্বোধন করেন। এসময় খননের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক মোঃ গোলাম ফেরদৌস, বাগেরহাট যাদুঘরের কাস্টোডিয়ান মোঃ যায়েদ, ফুলতলা রবীন্দ্র স্মৃতিযাদুঘরের সহঃ কাস্টোডিয়ান মোঃ দবির হোসেনসহ বিভিন্ন শ্রেনিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নড়াইলের পাতালভেদি রাজার বাড়ির সর্ম্পকে ইতিহাসে তেমন কোন তথ্য পাওয়া যায়না। তবে অনুমান করা হয় ৬ষ্ঠ শতকে এখানে তাদের অবস্থান ছিলো। প্রতœতত্ব অধিদপ্তরের ২০১৫/১৬ সালের জরিপে এখানে পাতালভেদি রাজার বিভিন্ন তথ্য পাওযা যায়, প্রায় ৩২ একর সম্পত্তির ওপর তাদের অবস্থান ছিলো। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক পর্যায়ে এখানে খনন শুরু করা হয়েছে। কোন ধরনের আলামত পাওয়া গেলে, পরবর্তীতে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।