স্টাফ রিপোর্টার
নড়াইলে ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০২৩ পালিত হয়েছে। সোমবার দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে নড়াইল জেলার শিক্ষা প্রতিষ্ঠানে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা এবং দিবসের সাথে সম্পর্কিত ডকুমেন্টরী প্রদর্শন এবং আলোকসজ্জ্বা আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার বিকালে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী এর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলঅ প্রশাসক (রাজস্ব) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম বাকী, অ্যাডঃ এস এ মতিন, বীর মুক্তিযোদ্ধা,সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।
সকালে শাহাবাদ মাজীদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় মাদ্রাসার সভাপতি হাজী সামসুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বিশ্বাস এতে প্রধান অতিথি ছিলেন। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।