স্টাফ রিপোর্টার
নড়াইলের শরীফ আতিয়ার রহমান স্মৃতি সংসদ ও বেলা শেষে প্রবীণ নিবাস এর আয়োজনে ফ্রি-মেডিকেল ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের গুপীকান্তপুর বেলা শেষে প্রবীণ নিবাস-এ ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলা শেষে প্রবীণ নিবাস এর সভাপতি এ্যাডভোকেট মোঃ হেমায়েত উল্লাহ হিরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর,শাহাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া। রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট এর সহযোগিতায় এবং রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিট এর সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এসএ মতিন, অধ্যাপক ডাঃ শরীফ জাহাঙ্গীর আতিক প্রিন্স, ডাঃ শরীফ শামীম আতিক প্রমুখ।
ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ তাওফিকা হুসাইন তুলি, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ বীরেন্দ্রনাথ ভট্টাচার্য মেডিসিনি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ চয়ন সিংহ,দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ শরীফ শামীম আতিক, ডাঃ ঈশিতা বিশ্বাস,চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সোহেলী জামান, সহযোগী অধ্যাপক (শিশু বিশেষজ্ঞ) ডাঃ কিশোর কুমার বিশ্বাস, ডাঃ শরীফ জায়েদ আতিক অমি ও ডাঃ জান্নাতুল প্রিয়াংকা।