স্টাফ রিপোর্টার
নড়াইল-২ আসনে বিএনপি নেতৃত্বাধিন জোট হতে মনোনয়ন প্রত্যাশী এনপিপি’র চেয়ারম্যান এ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ গণসংযোগ শুরু করেছেন। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে তিনি নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বাজার, হাড়িগড়া বাজার ও হবখালী বাজার সহ এ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন এনপিপি নড়াইল জেলা কমিটি’র সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান,এনপিপি’র লোহাগড়া উপজেলা শাখা’র সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক বদিয়ার রহমান, এনপিপি নেতা শরীফ মুনির হোসেন। এছাড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি আছাদুজ্জামান জামান ও আকরামুজ্জামান মিলু, জেলা বিএনপি’র সদস্য নুরল হক,জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল,বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, সদর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম টিংকু , জেলা মহিলা দল’র সাধারণ সম্পাদক সালেহা পারভিন প্রমুখ।
১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট’র আহবায়ক ও এনপিপি’র চেয়ারম্যান এ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ সিঙ্গিয়া বাজারে গণসংযোগ কালে পথসভায় বক্তব্যদান কালে বলেন, গণতন্ত্র রক্ষার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটকে ক্ষমতায় আনা খুবই জরুরী। এজন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। বিগত নির্বাচনের মত যেন দিনের ভোট রাতে না হয়, সেটা খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সম্মিলিত ভাবে সাধারণ জনগনকে সাথে নিয়ে ভোট ডাকাতি বন্ধ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আবারোও তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।