স্টাফ রিপোর্টার
নড়াইলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকালে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিচুর রহমান। এ সময় বিআরটি এ এর ইন্সপেক্টর মোঃ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, ঈগল পরিবহন ও লিটন পরিবহনে নড়াইল থেকে যাত্রী নেয় কিন্তু ভাড়া নেয়া হয় যশোরের। এমন অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিচুর রহমান ওই দুইটি পরিবহরের কাউন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এর মধ্যে ঈগল পরিবহনকে ৫ হাজার এবং লিটন পরিবহনকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যদের সতর্ক করা হয়েছে।