নড়াইলের শাহাবাদ মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান

0
10

স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার ঐতিহ্যবাহী শাহাবাদ মাজীদিয়া কামিল মাদ্রাসায় এতিম,দুঃস্থ্য ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (১৫ মে) দুপুরে এ,এজড,এম, হাফিজুল আলম ও আছিয়া খাতুন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ মাদ্রাসার ৩৮ জন শিক্ষার্থীর মাঝে অর্ধলক্ষাধিক টাকা প্রদান করা হয়।

মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নওয়াপাড়ার পীর ছাহেব আলহাজ্জ্ব খাজা শাহ্ রফিকুজ্জামানের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি এনএসআই নড়াইলের উপ-পরিচালক এমদাদুল হক, নওয়াপাড়ার পীরজাদা আলহাজ্জ্ব হাফেজ শাহ্ ওয়ালিউজ্জামান, ফাউন্ডেশনের পৃষ্টপোষক হাজী শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন।