নড়াইলে মামলা করে বাদীনির পরিবার, বিপাকে হত্যার হুমকি!

0
31
নড়াইলে মামলা করে বাদীনির পরিবার, বিপাকে হত্যার হুমকি!
নড়াইলে মামলা করে বাদীনির পরিবার, বিপাকে হত্যার হুমকি!

স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় মামলা করে বিপাকে পড়েছেন একটি পরিবার। রিজাউল করিম মোল্যার পরিবার এখন জীবন বাঁচাতে ও ভয়ে বাড়ি ফিরতে পারছেন না । লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের রিজাউল করিম বৃহস্পতিবার (১৮মে) নড়াইল এসে মিডিয়া কর্মীদের নিকট এমন অভিযোগ করেছেন । তার স্ত্রী রুপালী বেগমের (৪৫) বাম হাত ও বাম পাঁ প্রতিপক্ষ দুবৃত্তরা ভেঙ্গে দিয়েছে। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র থেকে জানা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের প্রতিপক্ষ ঝিকু শেখ ও মো.রকি শেখসহ অন্যান্য দুবৃত্তরা গত ১৫ মে সকাল ১০টার দিকে পুর্ব শত্রুতার জেরে দেশিয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে উক্ত গ্রামের রিজাউল করিম মোল্যার বাড়িতে গিয়ে তার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন রিজাউল করিমের স্ত্রী রুপালী বেগম ঘর থেকে বের হয়ে গালিগালাজ করতে নিষেধ করলে ঝিকু শেখ তার স্ত্রীকে ছ্যানদা দিয়ে মাথা লক্ষ্য করে কোপ দেয়। তখন তার স্ত্রী রুপালী মাথা বাঁচাতে হাত দিয়ে ঠেকালে বৃদ্ধা ও শাহাদত আঙ্গুলে লেগে গুরুতর জখম হয়। একই দলের মো.রকি শেখ তার হাতে থাকা রামদা দিয়ে রিজাউলের স্ত্রীকে কোপ দিলে মাথার পিছনে গুরুতর জখম হয়। অন্যান্য দুবৃত্তরা তার স্ত্রীকে উপর্যুপরি বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করলে বাম হাত ও বাম পাঁ ভেঙ্গে যায়। স্ত্রী রুপালীকে এভাবে মারপিট করতে দেখে তার মেয়ে লাকি আক্তার রিয়াসহ অন্যরা ঠেকাতে গেলে তাদেরও মারপিট করে। প্রতিপক্ষ দুবৃত্তরা এসময় ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে ঘরের আসবাবপত্র,টিভি ও অন্যান্য মালামাল ভাংচুর করে চলে যায়।

মামলার বাদীনি লাকি আক্তার রিয়া (২০) বলেন,‘আমার বাবা রিজাউল করিম চাকুরী জনিত কারণে বাড়িতে বেশী একটা থাকেন না। ওরা প্রায়ই আমাদের নির্যাতন করে। আমার মাকে তারা মারপিট করে হাত-পা ভেঙ্গে দিয়েছে। আমি সহ্য করতে না পেরে ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে। আমার ৫ বছরের শিশু মেয়ে ফারিয়াকেও ছাড় দেয়নি। আমি মামলা করেছি। সেজন্য আমাদের বাড়িতে যেতে দিচ্ছেনা। এমনকি তারা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। আমি সাংবাদিক ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মো.ঝিকু শেখ রুপালী বেগমকে মারপিট করার কথা স্বীকার করে বলেন,‘তাদের বাড়ি যেতে বাধা দিচ্ছিনা। তাদের বাড়ি তারা যাবে- অসুবিধা নাই। মহিলাকে কেন মারলেন এমন প্রশ্নে উত্তরে বলেন, ওই মহিলা খারাপ।’

লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, ‘১৫ তারিখে বাড়িভাঙ্গা গ্রামে মারপিটের ঘটনায় লাকি আক্তার রিয়া মামলা দিয়েছেন। আসামীদের আটকের চেষ্টা চলছে। কেউ তাদের বাড়ি যেতে বাধা দিতে পারবেন না।’