নড়াইলে শিক্ষা উপকরণ বিতরণ

0
10
নড়াইলে শিক্ষা উপকরণ বিতরণ
নড়াইলে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে ১৮টি লীলামৃত স্কুলে শিক্ষা উপকরণ,
শিক্ষকদের সম্মানীভাতা বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতুয়া মিশন জেলা কমিটির আয়োজনে এবং শরীফ ফাউন্ডেশন নড়াইল ও রোটারী ক্লাব অব চট্টগ্রামের সহযোগিতায় শনিবার দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উপকরণ এবং সম্মানী বিতরণ অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।বীর মুক্তিযোদ্ধা মতুয়া রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শরীফ আশরাফুজ্জামান, রোটারীরিয়ান ফরিদা
পারভীন ছায়ানটের সভাপতি আসলাম খান লুলু, আওড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এ পলাশসহ অনেকে। স্বাগত বক্তৃতা করেন মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম পাল।