স্টাফ রিপোর্টার
নড়াইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনার এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শ্রবণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল এর পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শাহ আলম সরদার, বঙ্গবন্ধ আদশূ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন এর প্রকল্প পরিচালক ড.মোঃ নুরুল আমিন, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদী, বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমাউন খবির,সাইফুর রহমান হিলুসহ সরকারি কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, এ সময় উপস্থিত ছিলেন।