নড়াইলে স্কুল পর্যায়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
10
নড়াইলে স্কুল পর্যায়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে স্কুল পর্যায়ে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নড়াইল সদরের ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ে মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আরআরএফ ও পিকেএসপির যৌথ আয়োজনে বুধবার (২৪ মে) দুপুরে এ ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কৈশোর কর্মসূচীর আওতায় বিভিন্ন শ্রেণির ৬৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে-দশম শ্রেণির শিক্ষার্থী নূর আলম, দ্বিতীয় একই শ্রেণির জুবায়ের হোসেন ও তৃতীয় অষ্টম শ্রেণির সোহান মোল্যা।

এ সময় উপস্থিত ছিলেন-আরআরএফ এর প্রোগ্রাম অফিসার ইনচার্জ সাবিনা ইয়াসমিন, রায়খালী, ভবানীপুর ফুলশ্বর মাথাভাঙ্গা ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শরীফ নওরীন কবীর, সমাজসেবক শেখ তিলাপ হোসেন, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফ হাবিবুর রহমান, ভিসি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার মোল্যা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মুরাদ হোসেন, অভিভাবক সদস্য মঈনুল শেখ ও সুব্রত সরকার, সহকারী শিক্ষক মাওলানা মুস্তাফিজুর রহমান, সঞ্জিত কুমার সরকার, নূরুজ্জামান নান্নু, খায়রুজ্জামান শেখ, ইস্রাফিল হোসেন, লক্ষ্মীরানী তরফদার, অসিত কুমার রায়, সুমনা পারভীন, জিয়াউল হকসহ অনেকে। মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ উপভোগ করেন।