নড়াইলে জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

0
10
নড়াইলে জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত
নড়াইলে জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো কুরআন খতম, আলোচনাসভা, দোয়া অনুষ্ঠান ও খাবার বিতরণ।

মঙ্গলবাল বেলা ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে শহরের মহিষখোলায় জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুর পরিচালানায় জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর আলোচনা করেন নড়াইল সদর থানা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্না আহবায়ক আরিফুর জামান মিলন, রবি সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ সালাউদ্দিন আমীর, সদস্য সচিব ফিরোজ মোল্যা, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ ডালিম প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠান ও মাদরাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এদিকে মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক নড়াইল পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র মোস্তফা কামাল মোস্তর আয়োজনে শহরের আলাদাতপুর পৌর কবরস্থানের সামনে তাসরীন আল-উম্মাহ ফিজ একাডেমি কমপ্লেক্সে কুরআন খানী, বিশেষ মোনাজাত ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌরমেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সহ-সভাপতি ও নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামান, জেলা বিএনপির সহ-সভাপতি যুগ্ম-সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল, নড়াইল পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল খবির রেজা, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক তেলায়েত হোসেন বাবু, জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ, সদর উপজেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম বেগ, নেওয়াজ আহম্মে, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হায়তুর রহমান মিলন, নড়াইল সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সজিব বিল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সজিব শেখ প্রমূখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতৃব্ন্দৃ উপস্থিত ছিলেন।

আউড়িয়া জামে মসজিদে দোয়া মোনাজাত করে বিএনপির স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন নেতাকর্মীরা। পরে শহরের কেন্দ্রিয় গোরস্থানের সামনের মাদ্রাসার এতিম ও দুস্থদের মাঝে তাবারোক বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মোল্যা (জামান), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর থানা বিএনপির সদস্য সচীব মোজাহিদুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, যুব দলের সাধারণ সম্পাদক সাদাত কবীর রুবেল,কৃষক দলের আহ্বায়ক মোঃ নবীর হোসেন,সদস্য সচীব এনামুল কবীর চন্দন,যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রুবেলআউড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রিন্স, সাধারণ সম্পাদক মোঃ এনামুল সরদার,জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস,সহ সভাপতি মোঃ আল আমিন গাজী, সহ সভাপতি মামুন আল মিরাজ জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান সবুজ,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লিটন শেখ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়েত তুরশিদ শাথীল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।