নড়াইলে ক্ষেতমজুর ইউনিয়নের সম্মেলন নারদ সভাপতি, শাহজাহান সাধারণ সম্পাদক

0
15
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলে বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নারদ বালাকে সভাপতি এবং শাহজাহান মৃধাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২জুলাই) বিকেলে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি মোল্লা শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল হক নিলু।

বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, যশোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি সবদুল হোসেন খান প্রমুখ। বক্তারা কৃষক-শ্রমিকসহ সবার জন্য পেনশন ব্যবস্থা, রেশন কার্ড,জমি,কাজ,সঠিক মজুরি, মর্যাদা, ন্যায়বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরে ধরেন।