স্টাফ রিপোর্টার
নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈত মানব পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সিভিল সার্জন মোসা সাজেদা বেগম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ- পরিচালক দীপক কুমার রায়, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক ড.কালিদাস বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব -ইনস্পেক্টর শাহরিয়ার হোসেনসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষর্থীরা এসময় উপস্থিত ছিলেন।