নড়াইলে টিটিসিতে বিদেশগামী কর্মীদের ৩দিনব্যাপী প্রাক-বহির্গমণ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

0
17
নড়াইলে টিটিসিতে বিদেশগামী কর্মীদের ৩দিনব্যাপী প্রাক-বহির্গমণ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
নড়াইলে টিটিসিতে বিদেশগামী কর্মীদের ৩দিনব্যাপী প্রাক-বহির্গমণ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে বিদেশগামী কর্মীদের ৩ দিনব্যাপী প্রাক-বহির্গমণ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে টিটিসির হল রুমে টিটিসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান। প্রশিক্ষক খিয়াম উদ্দিনের সঞ্চালনায় ও অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাসার আল মামুন সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অথিদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের নড়াইলের উপ পরিচালক সঞ্জীত কুমার দাস, ডিইএমও যশোরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, নড়াইল প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি এডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল কন্ঠের সম্পাদক হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ আল আমিন, টিটিসির প্রশিক্ষক মোঃ আক্কাছ আলী।

এছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত টিটিসির প্রশিক্ষক মোঃ প্রবীর কুমার মন্ডল,মোঃ হাবিবুর রহমান, রাশেদুল ইসলাম,শামীম মীনা, মোঃ মঈন আলী, দলিল লেখক মাহাবুর রহমানসহ টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও অংশগ্রহণকারী বিদেশগামী নড়াইল জেলার ৩৯টি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী জেলার প্রায় ১৫০ অংশগ্রহণকারী ওরিয়েন্টেশনে অংশ গ্রহণ করেন। বক্তরা বিদেশ যাওয়ার সহজ এবং সকল সরকারী কাজের সাধারণ ধারণাসহ পাসপোর্ট ভিসা প্রসেসিং ও বিদেশ যাওয়ার আগে দক্ষকর্মী হওয়ার জন্য সকল অংশ্রগ্রণকারীদের প্রশিক্ষণটি সঠিকভাবে করার আহবান জানান।