স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী “ জাতীয় শোক দিবস ২০২৩ ”যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামীলীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইলের কালিয়া পৌরসভা অডিটোরিয়ামে কালিয়া উপজেলা ও নড়াগাতি থানার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস ২০২৩”পালনের জন্য কালো ব্যাজধারন, শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ এবং উপজেলার চাচুঁড়ী বাবুর মাঠে বিশাল শোকসভা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব কাজী সরোয়ার হোসেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম হারুনুর রশীদ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের সঞ্চালনায় নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, সহ সভাপতি আলাউদ্দিন চৌধুরী, কালিয়া পৌর মেয়র ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জনাব ওয়াহিদুজ্জামান হীরা, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামান হোসেন জন সাধারন সম্পাদক আনুর মোহাম্মদ আনু, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউর রশিদ রুপম, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, সাধারন সম্পাদক রাইসুল ইসলাম পান্নু, কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি তানভিরুল ইসলাম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ, নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুর চৌধুরী সাধারন সম্পাদক নাসিম পারভেজ সহ কালিয়া ও নড়াগাতী থানার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ বিপুল সংখ্যক নেতা-কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।