স্টাফ রিপোর্টার
নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী “ ১৫ আগষ্ঠ জাতীয় শোক দিবস ২০২৩ ” পালন উপলক্ষ্যে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ শিশু একাডেমি, নড়াইল এর আয়োজনে শিশু একাডেমি কার্যালয়, নড়াইল চত্বরে শিশুদের কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগীতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়। এ প্রতিযোগিতায় এক শতাধিক শিশু প্রতিযোগী অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ অলিয়ার রহমানের এর সভাপতিত্বে অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এস, এ মতিন,জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহীম আল মামুন, জেলা গণ গ্রন্থাগারের কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম,আবৃতি প্রশিক্ষক সৌরভ ব্যানার্জী ,শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারি ও প্রতিযোগী শিশুরা ও অবিভাবকগন এ সময় উপস্থিত ছিলেন।