স্টাফ রিপোর্টার
নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধরু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ওই স্থান থেকে একটি শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরের অস্থায়ী মঞ্চে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু , পুলিশ সুপার মোসা.সাদিরা খাতুন, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুরুপভাবে নড়াইলের কালিয়ায় দুপুরে বাসষ্ট্যান্ডে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে এসএম হারুনার রশীদের সভাপতিত্বে নড়াইল-১আসনের সংসদ সদস্য করিরুল হক মুক্তি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কালিয়া পৌরসভার মেয়র মো.ওয়াহিদুজ্জামান হীরা প্রমূখ।