ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা এবং দোয়া মাহফিল

0
10
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা এবং দোয়া মাহফিল
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা এবং দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার

মহানবী হযরত মুহম্মদ (সা:) এর জন্মদিবস উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিজরী ১৪৪৫ উদযাপনে নড়াইলে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রচলিত ধারণা মতে, প্রায় দেড় হাজার বছর আগে হযরত মুহম্মদ (সা:) ৫৭০ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট বা আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ জন্মগ্রহণ করেন। তবে ৬৩২ খ্রিষ্টাব্দে রবিবারে বা ১১ হিজরি সালের রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সন্ধ্যায় এই দিনে তিনি মদিনায় আয়িশা (রাঃ) গৃহে নবী (সাঃ) ইন্তেকাল করেন। বুধবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, নড়াইরৈর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরনী শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ওয়াকিউজ্জামান,সরকারি কর্মকর্তা, আলেম -উলামাগণ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা , বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।