নড়াইলে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

0
9
নড়াইলে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নড়াইলে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব -১৭) এর জেলা পর্যায়ের ২দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব -১৭) এর খেলায় লোহাগড়া উপজেলা দল টাইবেকারে ৫-২ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে। এ টুর্নামেন্টে বালক-বালিকা ২টি গ্রুপে জেলার ৩টি উপজেলা ও নড়াইল পৌরসভা দল অংশগ্রহণ করছে।

বুধবার সকাল ১০ টায় নড়াইল বীরশ্রেষ্ট নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশসন ও জেলা ক্রীড়া অফিস, নড়াইল এর আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্দ্যোগে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গির আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম, নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ পদ দাস, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।