নড়াইলে পাক হানাদার মুক্ত, শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

0
10
নড়াইলে অগ্নিকান্ডে

স্টাফ রিপোর্টার

নড়াইলে পাক হানাদার মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসানের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রিয় কর্মসূচির সাথে সংগতি রেখে এসব দিবস পালনের কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে, ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধারা পাক হানদার ও রাজাকার বাহিনীকে পরাজিত করে কীভাবে নড়াইলকে মুক্ত করেছিলেন, স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বর্তমান প্রজন্মকে সেই দৃশ্য অনুকরণে অভিনয় করে দেখাবেন চিত্রা থিয়েটারের শিল্পী ও কর্মিরা।