স্টাফ রিপোর্টার
নড়াইলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও “প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা কার্যক্রম” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নড়াইল পৌরসভার উজিরপুরে অবস্থিত নড়াইল পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ে এ সেবা কার্যক্রম এর উদ্বোধন করা হয়। এ সময় ২ জন প্রতি প্রতিবন্ধীর মাঝে ২ টা হুউল চেয়ার বিতরন করা হয়। এ কার্যক্রমের আওতায় প্রতি মঙ্গলবার বিদ্যালয়ের বিদ্যালয়ের ২ শত ২১ জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ শিক্ষাথীদের থেরাপী ও হোমিও চিকিৎসা সেবা প্রদন করা হবে। এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) এম,এ, আরাফাত হোসেন এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ , মল্লিক ডায়গনস্টিক সেন্টারের স্বত্বাধীকারী বিদ্যুৎ কুমার সান্নাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান পলাশসহ চিকিৎসক,বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষাথী- অবিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।