লোহাগড়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষাবৃত্তি

0
5
লোহাগড়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষাবৃত্তি
লোহাগড়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষাবৃত্তি

স্টাফ রিপোর্টার

নড়াইলে লোহাগড়ায় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষাবৃত্তি শিক্ষা উপকরণ ও সততা স্টোরের জন্য নগদ টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২৬ মে) দুপুর ১২ টায় লোহাগড়া উপজেলা মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক তাওহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক মো.সাইফুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুইয়া, লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, মো.কবির হোসেন, অধ্যক্ষ জিহাদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক আবু আব্দুল্লাহ, শারমিন সুলতানা ও উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।। অনুষ্ঠানে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের হাতে সততা স্টোরের জন্য ১০ হাজার নগদ টাকা করে মোট ২লক্ষ টাকা প্রদান করা হয়।