নড়াইলে সড়কের পাশ থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

0
14
ফাইল ছবিঃ মৃ*তদে*হ

স্টাফ রিপোর্টার

নড়াইল-ঢাকা মহা সড়কের পাশে রেজানুর রহমান জালাল(৭৪) নামে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (২৯ মে) বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন সদরের দুর্বাজুড়ি এলাকায় সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ শওকত হোসেন বলেন, রেজানুর রহমান জালাল যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী এলাকার হারুন-অর-রশিদের ছেলে। নিহতের পরিবার জানিয়েছেন, গত মঙ্গলবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়। সম্প্রতি কয়েকবার স্ট্রোকের পর তিনি স্বাভাবিক চলাচল করতে পারতেন না। মাথা ও বুকের হাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েচে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের দিকে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।