নড়াইলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে ৬২লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

0
16
নড়াইলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে ৬২লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ
নড়াইলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে ৬২লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার

নড়াইলে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে ৬২ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, নড়াইলের আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী এ চেক বিতরণ করেন।

মোট ১২৪ জন রোগীকে ৬২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এ সব রোগে আক্রান্ত প্রতি রোগীকে ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। জেলা সমাজসেবা কার্যালয়, নড়াইলের উপ-পরিচালক রতন কুমার হালদার এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নড়াইল সদর উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম কুমার সরকার ,শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ সুজাউদ্দিন, সরকারি কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মিসহ চেকপ্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।

নড়াইল শহর সমাজ সেবা অফিসার সুজা উদ্দীন জানান, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত সদর উপজেলার ১শত ২ জন এবং শহর সমাজসেবার ২২ জন রোগীর মাঝে জনপ্রতি এককালীন ৫০ হাজার টাকা করে মোট ৬২ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।